Print

Rupantor Protidin

জয়দেবপুরে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৪ , ১১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ

Sheikh Kiron

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী ট্রেন। এতে ৫টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিল না।

এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহতের খবর পাওয়া গেছে। এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, মালবাহী ট্রেনটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় যাত্রীবাহী ঢাকা-টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন এসে অপেক্ষমাণ ট্রেনটির পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ৫টি বগি দুমড়েমুচড়ে যায়। ট্রেনের চালকসহ অনেকে গুরুতর আহত হয়েছেন । তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।