Print

Rupantor Protidin

পাইকগাছার হরিঢালীতে ধর্ষণ ঘটনায় থানায় মামলা; ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৪ , ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: মে ২, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছার হরিঢালীতে  সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাহাবুবুর রহমান মোড়ল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর নানী বাদী হয়ে বুধবার পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা করেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার রহিমপুর আবাসন কেন্দ্রে।
পুলিশ, এলাকাবাসী ও মামলার বাদী আরিফা বেগম বলেন, রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে আমার সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাতনি কে আবাসনের ঘরে একা  রেখে আমি পানি আনতে যাই। এ সময় উলুডাঙ্গা এলাকার জনৈক মফেল মোড়লের পুত্র মাহাবুবুর রহমান আমার নাতনিকে একা পেয়ে ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করে। এরপর বাড়িতে এলে নাতনি আমাকে সব খুলে বলে। আমি সাথে সাথে আমার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবগত করি। ওই রাতেই পুলিশ মাহবুরকে গ্রেপ্তার করে। সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলা নং-০১, তারিখ- ০১/০৫/২০২৪। এব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস বলেন, মামলার সূত্র ধরে ধর্ষক মাহবুরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ঐ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।