সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন এর বিরুদ্ধে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক ১ ট্রাক আম টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর চেকপোস্ট নামক স্থানে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম ট্রাক যোগে ঢাকায় যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে গত ইং ২৯ এপ্রিল বিকাল আনুঃ ০৪ টার সময় উপজেলা কৃষি অফিসার মনির হোসেন ও উপসহকারী ইয়াসির আরাফাত কে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার অভিযান চালিয়ে ২ ট্রাক গোবিন্দভোগ আম জব্দ করেন।
এ সময় আম ব্যবসায়ী ফারুক হোসেন এর ১ ট্রাক আম যার আনুমানিক বাজার মুল্য ০৪ লক্ষ টাকা স্থানীয়দের উপস্তিতিতে গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। অপরদিকে অসাধু আম ব্যবসায়ী আনোয়ার এর ১ ট্রাক কেমিক্যাল মিশ্রিত আনুমানিক ০৩ লক্ষ ৫০ হাজার টাকার অপরিপক্ক গোবিন্দভোগ আম মোটা অংকের টাকার বিনিময়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন ছেড়ে দেন বলে এ দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম ছেড়ে দেওয়ার কারনে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারে ছড়িয়ে পড়েছে। এসব কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক কৃত্রিম উপায়ে পাকানো আম মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। টাকার কাছে বিক্রি হয়ে অসাধু ব্যবসায়ীদের আম আটক ও পরে ছেড়ে দেওয়ায় স্থানীয়, সচেতন মহল সহ সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন এর সাথে মুঠোফোনে আলাপকালে আলিপুর চেকপোস্ট নামক স্থান থেকে ২ ট্রাক কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম আটক হওয়ার ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন। টাকার বিনিময়ে ১ ট্রাক আম ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার এর মুঠোফোনে আলাপের চেষ্টা কারলে কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।