প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ , ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরার পাটকেলঘাটায় ৪ বোতল এল. এস. ডি. মাদক এবং ২শত গ্রাম গাঁজা সহ সাইফুল ইসলাম(৩৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে তাকে পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়। আটক হওয়া সাইফুল ইসলাম যুগিপুকুরিয়া এলাকার মৃত আনছার আলী মোড়লের ছেলে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপ্লব কুমার নাথ বলেন, মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে কুমিরা এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। এসময় ১শত গ্রামের ৪বোতল এল এস ডি ও ২শত গ্রাম গাঁজা সহ সাইফুলকে আটক করা হয়। তিনি আরো জানান, মাদক কারবারীরদের ভাস্যমতে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪কোটি টাকা। এব্যাপারে থানায় একটি মাদক মামলা হয়েছে |