Print

Rupantor Protidin

বেনাপোল সিমান্ত থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪ , ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ সদস্যরা। সোমবার (২৯ এপ্রিল) ভোরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন পলাতক আসামী আঃ রউফ রব (৪০), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-রঘুনাথপুর পশ্চিম পাড়া এর বসতবিল্ডিং এর সিড়ির পাশে হইতে আসামীর রেখে যাওয়া একটি বস্তার মধ্যে হইতে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪,৪০,০০০/- টাকা। যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়।