Print

Rupantor Protidin

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি প্রার্থনা করে ইবিতে নামাজ আদায়

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪ , ৬:২৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য বৃষ্টি প্রার্থনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে কয়েকশত শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এ নামাজ আদায় করা হয় ।

নামাজের শুরুতে প্রাকৃতিক বিপর্যয় ও প্রকৃতিতে মানুষের ক্ষতিকর কার্যক্রম নিয়ে আলোচনা করেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী। পরে নামাজের নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশ্রাফ উদ্দীন খান। নামাজ শেষে দুই হাত উল্টো করে আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করেন মুসল্লীরা।

অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, দেশজুড়ে চলমান বিপর্যয় মানুষের কৃতকর্মের ফলাফল। আমরা সকল প্রকার বিপর্যয় সৃষ্টিকারী কাজ করা থেকে বিরত থাকবো। আজকে এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করবো।