প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪ , ৫:০৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
গ্রীষ্মের ছুটি ঈদুল আযহার বন্ধের সাথে সমন্বয়ের দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন সেশনজটসহ পরীক্ষায় পিছিয়ে পড়ার কথা ভেবে এই দাবি তুলছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত প্রায় ১৬ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা রয়েছে আবার এর ঠিক ১০ দিনের ব্যবধানে ১১ জুন থেকে ২৫ জুন (১৫ দিন) পর্যন্ত ঈদুল আযহার ছুটি হওয়ার কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে এই বিষয়ে পোস্ট করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এবং এসব পোস্টে কয়েকশত শিক্ষার্থী গ্রীষ্মের ছুটি ঈদুল আযহার ছুটির সাথে যুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম মাহমুদ বলেন, একাধারে অর্ধমাসের ব্যবধানে দুইবার ছুটি ঘোষণা একাডেমিক কার্যক্রমের গতি শুধু কমিয়েই দিচ্ছে না মারাত্মক আকারে আমাদের একাডেমিক জীবনকেও ক্ষতিগ্রস্থ করছে, সেশনজটের বোঝা আর বহন করা সম্ভব হচ্ছে না, ছুটি নয় এখন পরীক্ষা মৌলিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে, এ বিষয়ে অবশ্যই মাননীয় উপাচার্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া জানান, এ বিষয়ে আমরা আলোচনা করছি। খুব দ্রুতই সিধান্ত গ্রহণ করা হবে।