Print

Rupantor Protidin

পোস্ট দেয়ার কিছুক্ষণ পরই অভিনেত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৪ , ৮:০৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ভারতের বিহারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ। শনিবার (২৭ এপ্রিল) এটি পেয়েছে দেশটির পুলিশ।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। যদিও তাঁর ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তবে কোনও সুইসাইড নোট না পেলেও তিনি হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লিখে যান মৃত্যুর কয়েক ঘণ্টা আগে।

পুলিশ জানিয়েছে, অমৃতা তার স্বামীর সঙ্গেই মুম্বাইয়ে থাকেন। তবে সম্প্রতি তিনি বিহারের ভাগলপুর এসেছিলেন এক আত্মীয়ের বিয়েতে। তারপরই ঠিক করেন সেখানে আরও কিছুদিন থাকবেন তিনি। শনিবার অনেক রাত পর্যন্ত তিনি জেগে থাকেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লেখেন। এর কয়েক ঘণ্টা পরই তাকে মৃত অবস্থায় সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অমৃতা তার সেই পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর সহজ করে দিয়ে গেলাম।’

অভিনেত্রীর আত্মীয়দের সূত্রে জানা গেছে, তিনি নাকি বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন। তার বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিচ্ছিল। চিকিৎসাও চলছিল এগুলোর জন্য।

আপাতত তার মৃত্যুর পর তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশ অনুমান করছে অবসাদের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।