Print

Rupantor Protidin

বসুন্দিয়ায় গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৪ , ৯:৩৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার বসুন্দিয়ার জঙ্গল বদল গ্রাম থেকে শনিবার সন্ধ্যা ছয়টায় নেশাদ্রব্য গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে বসুন্দিয়া পুলিশ ক্যাম্প।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই আব্দুল আলীমসহ পুলিশের একটি দল জঙ্গলবাধাল অভিযান চালায়। সন্ধ্যা ছয়টার দিকে পশ্চিমপাড়ার আব্দুল আজিজ মার্কেটের এর সামনে থেকে ২০০ গ্রাম গাঁজা সহ রেজোয়ান হোসেন রেজা (৩২) কে আটক করা হয়। পুলিশের হাতে আটক রেজওয়ান হোসেন রেজা একই গ্রামের পশ্চিম পাড়ার পিয়ারুল ইসলামের ছেলে। সন্দেহজনকভাবে পুলিশ তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২০০ গ্রাম গাজা উদ্ধার করে। একই এলাকায় এই মাদক কারবারীর ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে ফ্লেক্সিলোডের আড়ালেই চালিয়ে যাচ্ছে তার মাদক ব্যবসা। রাতেই বসুন্ধিয়া ক্যাম্প থেকে মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়।