Print

Rupantor Protidin

হাবিব নগর মাদ্রাসা জামে মসজিদের পূনঃ নির্মাণের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৪ , ৭:৩০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছার হাবিব নগর ফাজেল ডিগ্রী মাদ্রাসা জামে মসজিদের পৃন নির্মাণের শুভ উদ্বোধন করেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. রশিদুজ্জামান মোড়ল, হাবিব নগর ফাজেল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শেখ বেনজীর আহমেদ বাচ্চু, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, হাবিব নগরফাজেল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আ. জব্বার, তালা উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান মোড়ল, ইউপি সদস্য ফারুক হোসেন লাকি, আলাউদ্দিন মোড়ল, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদ গাজী, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব ছিদ্দিকুর রহমান মোড়ল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি জিয়াউদ্দিন নায়েব, তৈয়বুর রহমান, হাফিজুর রহমান, রাসেল জোয়ার্দ্দার, রনি হালদার প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন, হাবিব নগর ফাজেল ডিগ্রী মাদ্রাসা জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান ।