Print

Rupantor Protidin

নড়াইলের লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল উদ্বোধন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

২৭ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শুভ উদ্ভদন করেন মাননীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১০ কোটি ৭৬ লাখ টাকা ব্যায়ে এ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মাননীয় হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এম এম রাশেদুল হাসান রাশেদ সহ লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।