যশোর দানবীর হাজী মো: মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ হাসান লাইফ। শুভেচছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছবেদ আলী।স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফজলুর রহমান।
সভায় বক্তব্য রাখেন দাতা সদস্য শেখ জামাল উদ্দিন টুটুল, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আশাদুল ইসলাম, ইমরান হোসেন, মাসুদ হাসান ডালিম, তরিকুল ইসলাম, মোছাম্মাদ আশা।
শিক্ষক প্রতিনিধি তাসলিমা খাতুন,ওজিয়ার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক গৌতম কুমার কর ।
উক্ত প্রথম সভায় ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে এস কে শাহীন পারভেজ কে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। দানবীর হাজী মো: মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ শিক্ষকবৃন্দ।