ঝিনাইদহের হরিণাকুন্ডে ভূয়া দলিল করতে যেয়ে এক শিক্ষককে আটক করেছে উপজেলা ভূমি কর্মকর্তা । আজ তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান হরিণাকুন্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান ।
আটককৃত সহকারী শিক্ষক মোঃ মোকাদ্দেস আলী উপজেলার সোনাতনপূর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও ফলসী গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
হরিণাকুন্ড উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় জানান, গতকাল রোববার সকালে রাজস্ব আদালতে মিসকেচের শুনানী চলাকালীন সময়ে মৃত চাঁদ আলী বিস্বাসের ছেলে বাদী মোঃ মোকাদ্দেস আলীর দাখিলকৃত দলিলের সার্টিফাইড কপির মিল পাওয়া না যাওয়ায় শুনানী চলাকালীন সময়ে এ বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদে বাদী মোঃ মোকাদ্দেস হোসেন জানান তার দাখিলকৃত দলিলটি ভূয়া।
তিনি আরও জানান ভাইদের ঠকিয়ে জমি আত্মসাৎ করার জন্যই এই দলিলটি জালিয়াতির আশ্রয় নিয়ে তৈরি করেছেন। এছাড়াও তিনি এই ভূয়া দলিল তৈরী করতে ফলসী গ্রামের দলিল লেখক আঃ খালেকের সহযোগিতা নিয়েছিলেন বলে স্বীকার করেছেন ।
এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান। মামলা নং ২২ । সোমবার সকালে আসামী সহকারী শিক্ষক মোকাদ্দেস আলীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।