Print

Rupantor Protidin

৮ বছর পর জাবিতে ডিন নির্বাচন আগামী ১৫’ই মে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৪ , ২:১১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ২:১১ অপরাহ্ণ

Sheikh Kiron

দীর্ঘ ৮বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিন নির্বাচনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্ট ১৯৭৩ এর ২৬/(৫)ধারা অনুযায়ী আগামী ১৫মে অনুষ্ঠিত হবে ডিন নির্বাচন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২এপ্রিল সাময়িক ভোটার তালিকা প্রকাশ করা হবে, সাময়িক ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিলের শেষ সময় ২৪এপ্রিল দুপর ২টা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫এপ্রিল। রিটার্নিং অফিসারের কাছে অনুমোদিত ফরমে মনোনয়ন দাখিল করতে হবে ২৯এপ্রিল দুপুর ২টার মধ্যে। মনোনয়ন পত্র বাছাই পরবর্তী বৈধ তালিকা প্রকাশ করা হবে ২রা মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সুযোগ থাকবে ৬ই মে দুপুর ২টার মধ্যে এবং ৭ মে প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৫ই মে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচন।