Print

Rupantor Protidin

ইবিতে চুরি করতে এসে আটক -২

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৪ , ৯:১৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)। তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম ও খলিলুর রহমান।

নিরাপত্তা কর্মকর্তা সূত্রে জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে তারা। তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরি করার আগেই তাদেরকে আটক করা হয়। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছিল।

এবিষয়ে, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।