Print

Rupantor Protidin

ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার -২০

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৪ , ৭:২৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২০জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা মাদকের কারবার, মাদক সেবন এবং জুয়া খেলাসহ নানা অপরাধে জড়িত।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার ভোর পর্যন্ত পুরো উপজেলায় এই বিশেষ অভিযান চালায় থানা পুলিশের পৃথক কয়েকটি আভিযানিক দল। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২জন মাদক বেচাকেনা এবং জুয়া খেলার সময় হাতেনাতে আটক হয়েছেন। তাদের মধ্যে ৪ জুয়ারিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও, মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার হয়েছে আরও ৭জন। গ্রেপ্তার আসামিরা হলেন, নওশাদ হোসেন (৩৯), রঞ্জিত বর্মন (৩৮), মোনায়েম খান (৫০), সুবাশ চন্দ্র (৪৫), ময়নুল ইসলাম (৪০), জাহিদুল ইসলাম (৩৫), আলহাজ চৌধুরী (২৬), শাকিল মিয়া (২৬), রজ্জব আলী (৪৫), সবুর মোল্লা (৪৩), কাদির মোল্লা (৩৯), আফজাল হোসেন (২৭), মিনহাজুল ইসলাম (২৮), ছোঁয়ার হোসেন সৌরভ (৪৫), গোলাম রব্বানী (২৫), শামিম রেজা (৩৭), শরিফুল ইসলাম (৩৫), বাবু মিয়া (৩০) এবং শাহিন (৪০)।

ঘোড়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে,ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘোড়াঘাট ছোট্ট একটি উপজেলা। তবে সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রভাব লক্ষণীয়। আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সনীতি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছি।

এবিষয়ে আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার সার্বিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীদেরকে শুক্রবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।