Print

Rupantor Protidin

লক্ষ্মীপু‌রে সেপ‌টিক ট্যাং‌কে নে‌মে বা‌ড়ির মা‌লিকসহ দুই জন নিহত 

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৪ , ১:৩২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ২:৩৭ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

লক্ষ্মীপুর জেলার রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মৃত্যু হয়েছে।  রবিবার (১৪ এপ্রিল) রাত ০৮ টার সময় উপজেলার রাখালিয়া গ্রা‌মে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি বাড়ির মালিক রিয়াদ হোসেন ( ৩০) পিতা : নুর আলম অপরজন সুইপার ছিলেন। সুইপার হযরত আলী খোকন (৩৮) তি‌নি কুমিল্লা জেলার লাকসাম পৌরশহরের মিস্রি এলাকার রুস্তম আলী মোল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে রায়পুরের বামনী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির পাটোয়ারী ভিলার একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সুইপার। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে আটকা পড়েন তিনি। পরে বাড়ির মালিক রিয়াদ উদ্ধার করতে গেলে দুইজনেরই মৃত্যু হয়। প‌রে রা‌তের বেলায় নিহত রিয়া‌দের পিতা নুর আলম বাজার থে‌কে বাসায় পি‌রে ঘটনা‌টি দেখ‌তে পে‌য়ে লোকজন‌কে খবর দেন ।
তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। ত‌বে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকৃত ক‌র্মি‌দের ধারনা ম‌তে ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক ভেঙে মরদেহ উদ্ধার করে। প‌রে ২ টি মর‌দেহ কে উপ‌জেলা সাস্থ্য কমপ্লে‌ক্সে পাঠা‌নো হয়‌ছে । এবং এ ঘটনায় সুষ্ট তদন্ত ক‌রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।