Print

Rupantor Protidin

মণিরামপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৪, ২০২৪ , ৬:২৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৪, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

মণিরামপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ বর্ষবরণ উদযাপনে রোববার (১৪ এপ্রিল) সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বটমূল চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। পরে সেখান  থেকে একটি বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন এমপি এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, ঝাপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, কাশিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ।
রোববার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। ছবি: রূপান্তর প্রতিদিন
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের সকালের শেষ পর্বে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে ঘরোয়া পরিবেশে চলে পান্থা উৎসব। এ ছাড়া আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপি  বৈশাখী মেলাস্থল উপজেলা পরিষদ চত্বরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসেছে নানা আয়োজন নিয়ে রকমারী স্টল। প্রতিদিন বিকেল ৪টা থেকে মেলাস্থলে থাকবে হা-ডু-ডু খেলা ও লাঠি খেলা। এ ছাড়াও থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী পর্ব শেষে  বিশেষ আকর্ষন ছিলো মণিরামপুর পাট গবেষণা উপকেন্দ্রে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সংসপ্তক শিল্পী সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদ্মের পাতায় লুচি-আলুর দোপেঁয়াজা ও মিষ্টি পরিবেশনা।