Print

Rupantor Protidin

ভারতে গেছেন মোস্তাফিজ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৪ , ৮:৫৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

Sheikh Kiron

টি-২০ বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরীভাবে ঢাকায় ফেরেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অবশেষে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আইপিএল খেলেতে রবিবার সন্ধ্যায় ভারতে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২এপ্রিল রাতে তিনি ঢাকায় ফেরেন। ৪ তারিখ ভিসা প্রক্রিয়ায় অংশ নেন। রবিবার হাতে পেয়েছেন পাসপোর্ট। সব ঠিক থাকলে রবিবার মোস্তাফিজকে আবার দেখা যেত চেন্নাই সুপাই কিংসের হলুদ জার্সিতে।

মাঝে এক ম্যাচ তাকে ছাড়া খেলতে নেমে হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। সোমবার চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে স্বাগতিক শিবির।
তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত ৭উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকের তালিকায় ২য় স্থানে আছেন মোস্তাফিজ। এক ম্যাচ বেশি খেলে ৮উইকেট নিয়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল।