Print

Rupantor Protidin

কেশবপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৭:১২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৭:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন ঘোষ মন্টু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ।

সভায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলাধীন প্রতিটি ভোট কেন্দ্রের পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে করণীয় নিয়ে আলোচনা করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।