Print

Rupantor Protidin

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে মধু আহরন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৪ , ৪:৩২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে মধু আহরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বনবিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বনসংরক্ষক একেএম ইকবাল হোসাইন চৌধুরী, খুলনা বিভাগীয় বনসংরক্ষক ড. আবু নাসের মোহসিন হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রচারের অভাব, উদাসীনতা এবং ভেজালের কারণে আজ সুন্দরবনের মধুর জিআই সনদ বাংলাদেশের বদলে ভারত পেয়েছে। এজন্য আমাদের আরও সচেতন হতে হবে এবং ভেজাল মধুর বিরুদ্ধে কাজ করতে হবে। মধু আহরন উদ্বোধন অনুষ্ঠানে সুন্দরবনের পাস পাওয়া শত শত মৌয়াল উপস্থিত ছিলেন।