Print

Rupantor Protidin

শিবগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি পুনর্গঠন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৪ , ৪:১৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১, ২০২৪, ৪:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

বগুড়ার শিবগঞ্জে উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত রবিবার বিকালে উপজেলারপরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে জরুরী সভা শেষে একমিটি পুনর্গঠন করা হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারের সভাপতিত্বে জরুরী সভা শেষে সর্বসম্মতিক্রমে ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে পদাধিকার বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার সভাপতি, তাহমিনা বেগমকে সহ-সভাপতি, তাহমিনা বেগমকে সাধারণ সম্পাদক, শ্যামলী আকতারকে কোষাধ্যক্ষ ও ফাতেমা খাতুন, খাইরুন নেছা, রত্না বেগম, আমেনা বিবি, নাজমা বেগম, শাহিনুর খাতুন, রাহেদা সরকারকে সদস্য করা হয়।