পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সংগঠন ‘অর্থনীতি সমিতি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
উক্ত ইফতার মাহফিলকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ যেনো মিলনমেলায় পরিণত হয়। বর্তমান ব্যাচের দেড় শতাধিক শিক্ষার্থী এবং বিভাগটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলটি।
অর্থনীতি বিভাগের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এস.এম মোস্তফা কামাল খান।