Print

Rupantor Protidin

ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারী বেনাপোলে হস্তান্তর

প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৪ , ৪:৩১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৯, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

ভারতে পাচারের শিকার ১২ বাংলাদেশি নারীকে যশোরের বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতী পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ৭ নারীর বাড়ি বরিশাল চাঁদপুর,নরসিংদী, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পুলিশ ও মানবাধিকার সংস্থ্যা জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। এরপর বাসা বাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়। জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে আইনী সহয়তা দিতে।