Print

Rupantor Protidin

সাতক্ষীরায় পরিবহন জগতে নতুন সংযোজন টাইমস ট্রাভেলস

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৪ , ৯:৩১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৮, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরায় পরিবহন জগতে নতুন সংযোজন টাইমস ট্রাভেলস।উন্নত ও আরাম দায়ক যাত্রী সেবা নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত অভিযাত পরিবহন ইকোনমি ও স্লিপার কোচ নিয়ে যাত্রা শুরু করলো এই টাইমস ট্রাভেলস। এ যেনো রাস্তায় বিমানের ছোয়া।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি সংলগ্ন হোটেল টাইগার প্লাসের নিচে টাইমস ট্রাভেলস পরিবহনের কাউন্টার উদ্বোধন করা হয়।এর মাধ্যমে সাতক্ষীরা – ঢাকা -চট্রগ্রাম- কক্সবাজার- উখিয়া ও টেকনাফ রুটে নিরাপদ যাত্রীসেবা নিয়ে যাত্রা শুরু করল টাইমস ট্রাভেলস সার্ভিস।

টাইমস ট্রাভেলস পরিবহনের সাতক্ষীরা কাউন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা মোবাইল মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন টাইমস ট্রাভেলসের চেয়ারম্যান আব্দুল মিতন, এমডি মনির হাসান আজাদী, পরিচালক মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান মাক্কী, রাসেল মোল্যা, ইউসুফ গাজী, মমিনুল ইসলাম, আরিফ হোসেন, রাকিব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন টাইমস ট্রাভেলসের চেয়ারম্যানে পিতা  আব্দুস সাত্তার।