Print

Rupantor Protidin

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৭, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

ইস্টার সানডে,পবিত্র শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল  বিশ্ববিদ্যালয় (ববি)। আগামী ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মনিরুল ইসলাম  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিল ১৯ দিন সকল ধরনের ক্লাসকার্যক্রম বন্ধ থাকবে।৩১ মার্চ ইস্টার সানডে উপলক্ষে  একদিন এবং ৭-১৮ এপ্রিল ১২ দিন  পবিত্র শব-ই-কদর ও  ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ  ছুটি থাকবে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সকল ধরনের সিকিউরিটি ও জরুরী সেবাসমূহ বলবৎ থাকবে।