Print

Rupantor Protidin

মনিরামপুর থেকে নৌকা প্রতীক প্রত্যাশী হুমায়ুন সুলতানের গণসংযোগ  

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ৮:১৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

আগামী  জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় নিতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে  শুক্রবার (২২ সেপ্টেম্বর)  সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির মধ্যেও গণসংযোগ চালান নৌকা প্রতীক প্রত্যাশী হুমায়ুন সুলতান শাদাব। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কাশিমনগর ইউনিয়নে  মৃত্যু দলীয় নেতা কর্মীদের কবর জিয়ারত মধ্য দিয়ে  রাত পর্যন্ত গণ সংযোগ ও পথসভা করেন।

মনিরামপুর থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সফল সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের জৈষ্ঠ পুত্র কেন্দ্রীয় যুবলীগে নির্বাহী সদস্য হুমায়ুন সুলতান শাদাব । দিনব্যপী ওই ইউনিয়নের বিভিন্ন বাজারে, গ্রামের মোড়ে-মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও পথসভায় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান শাদাব।

এ সময় তার সাথে ছিলেন  মণিরামপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক অরবিন্দ হাজরা, মনিরামপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন নিন্টু, সাবেক মহিলা আওয়ামী  লীগের সাবেক সভাপতি আমেনা বেগম,  যুবলীগ নেতা আমীর হোসেন, কাশিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।