Print

Rupantor Protidin

ভুটানের রাজা পদ্মা সেতু পরিদর্শন করলেন

প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৭, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ সফরে আসা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। পদ্মা সেতু দেখার পর রাজা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা। সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবে।

এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।