Print

Rupantor Protidin

গণসংবর্ধনায় মোতাহার হোসেন -এমপি

এমপি’র প্রোগ্রামে প্রধান শিক্ষকদের উপস্থিত হবে বাধ্যতামূলক

প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৪ , ৬:১৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৭, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

এমপি’র প্রোগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বাধ্যতামুলক উপস্থিত থাকতে হবে বললেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা পাটগ্রাম আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু দিলীপ কুমার সিংহ, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি শারমিন সুলতানা সাথী সহ উপজেলা আওয়ামীলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে হাতীবান্ধা উপজেলার বারোটি ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা উপস্থিত হয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানটি সফল করেন। প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন বলেন ব্যাক্তির চেয়ে দল বড়, কোন এক ব্যাক্তির জন্য পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ ধ্বংস হবেনা। এসময় তিনি আয়োজক কমিটিকে দুই মাস পরে হলেও গণসংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।