ঝিকরগাছায় জমি জবরদখলের পায়তারা

আগের সংবাদ

অস্ত্রশস্ত্র ডাকাতি মাদক সরঞ্জাম মোটরসাইকেল উদ্ধার

পরের সংবাদ

শার্শা থেকে নিখোঁজের পাঁচদিন পর

ভ্যানচালক মাসুদের অর্ধগলিত লাশ ঝিকরগাছায় উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১০, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ

শার্শা উপজেলার উলাশী থেকে নিখোঁজের পর ভ্যানচালক মাসুদ রানা (২১)’র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। একটি ভ্যানের জন্য দুর্বৃত্তরা তাকে ফাঁসরোধ পরে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। হতভাগ্য মাসুদের লাশ পঁচে যাওয়ায় তাকে সনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় গ্রামবাসীর মাধ্যমে ঝিকরগাছা থানা পুলিশ।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীর নেতৃত্বে শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থানের আফিল মুরগী ফার্মের পার্শ্ববর্তী স্থান থেকে রবিউল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন, এদিন বিকালে খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ভ্যানচালক মাসুদ রানার পিতা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদ নিজের ছেলের লাশ সনাক্ত করে বলেন, গত সোমবার (০৬ অক্টোবর) দুপুরে তার ছেলে ভ্যানসহ নিখোঁজ হয়।
পরদিন শার্শা থানায় জিডি করা হয়েছিল। ভ্যানের জন্য তার ছেলেকে নিজের ভ্যানের দঁড়ি দিয়ে ফাঁসদিয়ে দূবৃত্বরা নির্মমভাবে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।

তবে আফিল পোল্টী ফার্মের মত এতোবড় একটা কোম্পানীর মেইনগেটে সিসি ক্যামেরা না থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়