কিডনি দান

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন কুদ্দুুস বিশ্বাসের: হেলিকপ্টারে স্বাগত বরণ

আগের সংবাদ
মাদক

মাদকের সঙ্গে জড়িত জেল পুলিশসহ বন্দীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : অতিরিক্ত কারা মহাপরিদর্শক

পরের সংবাদ

বৃষ্টি হলেই রাজগঞ্জ হাইস্কুল রোডে কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী

শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে

প্রকাশিত: জুন ২০, ২০২৫ , ১০:০৭ অপরাহ্ণ আপডেট: জুন ২০, ২০২৫ , ১০:০৭ অপরাহ্ণ
রাজগঞ্জ হাইস্কুল রোডে কাদা-পানি

সামান্য বৃষ্টি হলেই রাজগঞ্জ বাজারের হাইস্কুল রোডে কাদা-পানি জমে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থী ও পথচারীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও পথচারীরা। মণিরামপুর উপজেলার প্রাচীনতম বাণিজ্যিক শহর রাজগঞ্জ বাজার। এই বাজারটির ভিতরেই অবস্থিত ঐতিহ্যবাহি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।

এই বিদ্যালয়টিতে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। এই শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচলে চরম দুর্ভোগ পোয়াচ্ছে। এছাড়া রাজগঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এ বাজারে আসে বিভিন্ন কাজ-কর্মের জন্য। কিন্তু চলতি বর্ষা মৌসুমে বাজারের হাইস্কুল রোডের অবস্থা অত্যন্ত বেহাল। কাদা-পানিতে একাকার। মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ সীমাহীন।

ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টির পানি তাৎক্ষনিকভাবে সম্প্রসারনের কোন সু-ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারের ব্যস্ততম এই রাস্তার উপর দেখতে-দেখতে পানি জমে যায়। ফলে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ পথচারীদেরকে চরমভাবে ভোগান্তি পোহাতে হয়। গত দু’দিনের বৃষ্টির ফলে বাজারের এই রাস্তার পানি জমে থাকতে দেখা গেছে। স্কুল রোডটির উপর পানি জমে থাকায় চলাচল করতে পারচ্ছে না কোমলমতি শিক্ষার্থী ও পথচারীরা। সরেজমিনে দেখা গেছে- হাইস্কুল রোডের এই রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও সেটা ময়লা আবর্জনায় ভরে গেছে। ঠিকমত পরিষ্কার না করার কারণে এই অবস্থা হয়েছে জানিয়েছেন পথচারীরা। বাজারের ব্যবসায়ী, লাভলু, শহিদুল ইসলাম, রিজাউল ইসলাম বুলু জানান- বর্ষা মৌসুমে আমরা অত্যন্ত কষ্ঠে এই রোডে ব্যবসা করি। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। আর রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ও রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার কোমলমতি শিক্ষার্থীরা এই কাদা-পানি ভেঙ্গে বিদ্যালয়ে যাই। অনেক শিক্ষার্থী এই রাস্তার কাদা-পানিতে পড়ে যেতে দেখা গেছে। কয়েকজন পথচারী জানান- রাজগঞ্জ বাজারের এই রাস্তায় বর্ষা মৌসুমে চলাচল করা একেবারে অনুপযোগী। বাজার সদয় করতে যাওয়া খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বাজারের ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীদের দাবী এই রাস্তাটি দ্রুত সংস্কার করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়