মানবতার এক অবিস্মরণীয় অধ্যায় রচিত হলো যশোরের শার্শায়। স্ত্রীর অকুণ্ঠ কিডনি দান আর তুর্কিস্থানে সফল প্রতিস্থাপন অস্ত্রোপচারের পর স্বগৃহে ফিরে এসেছেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগআচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস (৫৫)।
শুক্রবার বিকেলে তিনি হেলিকপ্টারযোগে তার মালিকানাধীন বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে অবতরণ করেন। এসময় চারদিক থেকে উপচে পড়া জনতার ঢল, হাজার হাজার মানুষের করতালি আর আনন্দাশ্রুতে সিক্ত হয়ে উঠলো গোটা এলাকা। ফুলের তোডা, মিষ্টি আর শুভেচ্ছা বার্তায় ভরে উঠলো আকাশ-বাতাস।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত কুদ্দুস বিশ্বাসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যখন একমাত্র ভরসা ছিল কিডনি প্রতিস্থাপন, ঠিক তখনই সামনে এগিয়ে এলেন তাঁর জীবনসঙ্গিনী মোছাঃ ফারজানা (২৪)। এই সঙ্কটময় মুহূর্তে নিঃশর্ত ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে স্বেচ্ছায় নিজের একটি কিডনি দান করলেন স্বামীর জন্য।
ছয় মাসের দীর্ঘ চিকিৎসা শেষে স্বদেশে ফেরা কুদ্দুস বিশ্বাস ও তাঁর স্ত্রী ফারজানার এই গল্প আজ সারা অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দু। এলাকাবাসীর মুখে মুখে এখন একটাই কথা – ভালোবাসা এখনো বেঁচে আছে, মানবতা এখনো অম্লান, আর এর জলন্ত প্রমাণ ফারজানার এই মহৎ আত্মত্যাগ।
এ বিষয়ে যশোর ১ (শার্শা)’র সাবেক সংসদ সদস্য মোঃ মফিকুল হাসান তৃপ্তি বললেন, “এ শুধু একটি চিকিৎসার সফলতার গল্প নয়, এটি অগাধ ভালোবাসা, নিঃস্বার্থ আত্মত্যাগ আর মানবিক মূল্যবোধের এক উজ্জ¦ল নিদর্শন। ফারজানা শুধু একজন স্ত্রী নন, তিনি একজন সাহসী নারী, যিনি জীবনের চেয়ে বড় করে দেখতে পেরেছেন ভালোবাসাকে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।