কেশবপুরে পরিত্রাণের আয়োজনে অ্যাডভোকেসি, নেতৃত্ব, জেন্ডার ও অন্তর্ভুক্তিমুলক উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর এসডিআরএম প্রকল্পের উদ্যোগে পরিত্রাণ এর কেশবপুর কার্যালয়ের সভাকক্ষে হল অ্যাডভোকেসি, নেতৃত্ব, জেন্ডার ও অন্তর্ভুক্তিমুলক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) কেশবপুর উপজেলা, যুব ও ইউনিয়ন কমিটির ২৪ জন নারী ও পুরুষ সদস্য এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
প্রশিক্ষনের উদ্বোধন করেন পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস। ২ দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার, প্রোগ্রাম ফোকাল রবিউল ইসলাম, ফিল্ড ভলেন্টিয়ার সুমন দাস এবং সার্বিক সহযোগিতায় রিনা দাস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।