মাগুরায় সমাজসেবা অফিসের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগের সংবাদ

৫ আগস্ট স্ত্রীসহ বাথরুমে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের!

পরের সংবাদ

মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপি নেতা নিহত

প্রকাশিত: মে ২৬, ২০২৫ , ১:১৭ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৫ , ১:১৭ অপরাহ্ণ

রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।

রোববার (২৫ মে) রাত ১০টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুদারাঘাট চার নম্বর গলিতে আরও কয়েকজনের সঙ্গে বসে ছিলেন কামরুল আহসান সাধন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায়।

তিনি আরও জানান, পরে হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে চিকিৎসক সাধনকে মৃত ঘোষণা করেন। নিহত সাধন ডিস ও ইন্টারনেট ব্যবসা করতেন বলে জানিয়েছেন এলাকার লোকজন।

জড়িতদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ, তবে তারা ক্যামেরার সামনে কোনো কথা বলেনি। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়