মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একটি সরকারি হোস্টেল থেকে পাপিয়া দত্ত (৩০) নামে সমাজসেবা অফিসের এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ মে) রাতে মাগুরা মহম্মদপুর উপজেলার কর্মজীবী মহিলা হোস্টেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোস্টেলটিতে তিনি একাই বসবাস করতেন।
নিহত পাপিয়া দত্ত খুলনার দৌলতপুর উপজেলার মিঠুন ধরের স্ত্রী এবং মহম্মদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে শিশু সুরক্ষা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।