যশোর সদর উপজেলার হামিদপুর স্কুলের সামনে থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। স্কুলছাত্রীর পিতা চানপাড়া পশ্চিমপাড়ার আলী হায়দার বাবুর ছেলে এনায়েতকে (২০) আসামি করে মামলাটি করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী নবম শ্রেণিতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় উত্যক্ত করতো এনায়েত। তাকে নানা ভাবে কুপ্রস্তাব দেয়া হতো। গত ২১ মে তার মেয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।
সকল সোয়া ৯টার দিকে তার মেয়ে স্কুলের সামনে পৌছালে আসামি এনায়েত তাকে ফুসলিয়ে অপহরণ করে ইজিবাইকে উঠিয়ে নড়াইলের দিকে নিয়ে যায়। মেয়ে স্কুল থেকে বাড়ি না ফেরায় তার খোঁজ করা হয়। তিনি জানতে পারেন এনায়েত তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। তিনি এনায়েতের পারিবারের সাথে কথা বলেন। মেয়েকে ফেরৎ দেয়ার আশ্বাস দিলেও ফেরৎ না পেয়ে তিনি থানায় মামলা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।