কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা

আগের সংবাদ

যশোরে স্কুলছাত্রী অ-প-হ-র-ণ, যুবকের বিরুদ্ধে মামলা

পরের সংবাদ

যশোরে অনলাইনের মাধ্যমে প্রতারণা, পিবিআইয়ের হাতে আটক ২

প্রকাশিত: মে ২৫, ২০২৫ , ৯:৪১ অপরাহ্ণ আপডেট: মে ২৫, ২০২৫ , ৯:৪২ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজ ব্যবহার করে চাকরির ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রচার করে বেকারদের কাছ থেকে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা। তাদের কাছথেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, শহরের মিশনপাড়ার সৈয়দ আলী আজমের ছেলে সৈয়দ আলী আফতার রিজভী ও খড়কির এলাকার সাইফুল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পিবিআই জানায়, দীর্ঘদিন ধরে তারা নানা ধরণের প্রতারণা করে আসছিলো। এমনকি আটকের পরও তারা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, মুলত ফেসবুকে ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখান। বিশেষ করে বিকাশে লোন দেয়ার কথা বলে সাধারণ মানুষকে বোকা বানায়। এরপর কৌশলে তারা টাকা হাতিয়ে নেয়।

এসব অভিযোগের ভিত্তিতে শনিবার মধ্যরাতে পুরাতন কসবার নিজ অফিস আর্কেডিয়া ট্রাভেলস থেকে রিজভীকে আটক করা হয়। পরে তিনি জানান, এ ঘটনায় তার সহযোগি হচ্ছে সাইফুল। পিবিআই সদস্যরা গভীর রাতে সাইফুলকে আটক করে। এ ঘটনায় পিবিআই কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই এসআই মাসুদ জানান, এ চক্রের অন্য সদস্যদের ধরনে পিবিআই অভিযান অব্যাহত রেখেছে। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়