“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে মণিরামপুর উপজেলা ভূমি অফিস।
২৫শে মে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে সকাল ১০টায় ফিতা কেটে ভূমি মেলা ২০২৫ এর আয়োজন উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। মেলা উদ্বোধনের পরপরই কয়েকজন সেবা গ্রহীতাদের মাঝে ভূমি কর বিষয়ক ফ্রী সেবা প্রদান করা হয় ভূমি অফিসের সেবা দান কেন্দ্র “মাটির মায়া” ক্যাম্পে।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে মণিরামপুর উপজেলা ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের হলরুমে মিলিত হয়।
ভূমি আইন সংস্কার ও জমির মালিকদের নিয়মিত কর প্রদান উদ্বুদ্ধকরণে মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
রবিবার অর্ধবেলার এ যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। উপজেলা সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অতিথি উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান,সাধারণ সম্পাদক মোতাহার হোসেন,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল,ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।