যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত কলেজ ছাত্র

আগের সংবাদ

নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি

পরের সংবাদ

পাইকগাছায় ভূমি মেলা- উদ্ধোধন

প্রকাশিত: মে ২৫, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ আপডেট: মে ২৫, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় ভুমি মেলা -২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালী এবং ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব ও ভূমি মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। আয়োজিত ভূমি মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব, কৃষি কর্মকর্তা ইকরামুল শেখ, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুুন, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইদ্রিসুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ ও ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দীন।

এছাড়াও ভুমি মেলা-২০২৫ এর অনুষ্ঠান শেষে ভুমি অফিসে সেবা গ্রহীতাদের জন্য বিশ্রামস্থল “আস্থা” এর উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়