প্রিয়জনকে জড়িয়ে ধরে ঘুমোলে মজবুত হয় সম্পর্ক, কমে অবসাদ

আগের সংবাদ

পাইকগাছায় ভূমি মেলা- উদ্ধোধন

পরের সংবাদ

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত কলেজ ছাত্র

প্রকাশিত: মে ২৫, ২০২৫ , ২:৫৯ অপরাহ্ণ আপডেট: মে ২৫, ২০২৫ , ২:৫৯ অপরাহ্ণ

যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত কলেজ ছাত্রের নাম আসিফ হোসেন। তিনি যশোর পলিটেকনিক কলেজের ছাত্র ও সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। রোববার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও তার মোটরসাইকেলের পিছনে থাকা সহযোগী রাকিবুল ইসলাম শুভ জানিয়েছেন, পাসপোর্ট অফিসে একটি জরুরি কাজ শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। হাইওয়েতে উঠে আসিফ হোসেন এলোমেলোভাবে মোটরসাইকেল চালানো শুরু করে। এসময় সাথে থাকা শুভ তাকে স্বাভাবিকভাবে চালানোর কথা বলে। কিন্তু সেভাবেই গাড়ি চালাতে থাকে এবং একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়