যশোরে বোমা বিস্ফোরণে শিশু খাদিজা নিহতের ঘটনায় যুবক আটক

আগের সংবাদ

বেনাপোল বন্দর সড়কে বাঁশের বেড়ায় অবরুদ্ধ শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান

পরের সংবাদ

বাগআঁচড়ায় মার্সেল ডিজিটাল ক্যাম্পেইনে চিত্রনায়ক অমিত হাসান

প্রকাশিত: মে ২৪, ২০২৫ , ৯:৫৪ অপরাহ্ণ আপডেট: মে ২৪, ২০২৫ , ৯:৫৪ অপরাহ্ণ

ঈদকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। সিজন-২২ এর আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

এ ক্যাম্পেইন উপলক্ষে শনিবার (২৪ মে) সকাল থেকে সন্ধা পর্যন্ত শার্শা উপজেলার বাগআঁচড়ায় অবস্থিত নাজমা ইলেকট্রনিক্সের আয়োজনে অনুষ্ঠিত হয় নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র অতিরিক্ত ডিরেক্টর(মার্সেল সাউথ জোন) নূরুল ইসলাম রুবেল ও ডিবিশনাল ম্যানেজার নাজমুল হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন, নাজমা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোজাফফর মাসুদ,হাবিব আহম্মেদ,আলামিন হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী,সমাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়