পদ স্থগিত ও তদন্ত কমিটি গঠন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাদের পদ স্থগিত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের প্রেক্ষিতে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও মুখপাত্রের পদ স্থগিত ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন। গত ২৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝিনাইদহ শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি সংগঠনের দৃষ্টিগোচর হলে জরুরি ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরো উল্লেখ করা হয়, তিন সদস্যের তদন্ত কমিটি আগামী দুই কর্মদিবসের মধ্যে তাদের নিরপেক্ষ তদন্ত রিপোর্ট পেশ করবেন। তিন সদস্যে তদন্ত কমিটিতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন, সদস্য মাছুমা খাতুন ও শাহমুন হাসান।
এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়। এরপ মুহুর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি ব্যাগ হাতে মুখপাত্র এলমা খাতুন কক্ষে প্রবেশ করছেন। এরপর ব্যাগটি রেখে খাটের উপর অবস্থান নেন। তার পাশে শুয়ে ছিলেন সদস্য সচিব সাইদুর রহমান। এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীরের উপর বিছিয়ে দেন আর মুখপাত্র এলমা খাতুন ফোন টিপতে থাকেন। এরপর একটি মদ ভর্তি বোতল হাতে নেন এলমা খাতুন। আরেকটি হাতে কয়েকটি ওয়ান টাইমের গ্লাস দেখা গেছে।
সুজনের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, যদি ভিডিও সত্যি হয় তাহলে এদের কাছ থেকে দেশ ও জাতি আগামীতে কিছু পাবে না। এটা সমাজের জন্য ভালো বার্তা বয়ে আনবে না।
২০২৪ সালের ১৬ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন করেন। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেন।
এই কমিটিতে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের আবু হুরাইরাকে আহবায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। এছাড়াও সাজেদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম সদস্যসচিব, ৯ জনকে সংগঠক ও ৬৪ জনকে সদস্য করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।