ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

আগের সংবাদ

চৌগাছায় উপজেলা নিরাপদ খাদ্য কমিটির সভা

পরের সংবাদ

কঠোর শাস্তির দাবিতে কোতোয়ালি মডেল থানায় বিক্ষোভ

যশোরে এবার ৪বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের গণপিটুনি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫ , ১০:১৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৫ , ১০:১৪ অপরাহ্ণ

যশোরে শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা বেড়েই চলেছে। অভিযুক্তরা কখনো জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হচ্ছে, আবার কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হচ্ছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হয়ে উঠেছে। বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধন করছে। তবুও, সমাজে ধর্ষণের মতো ভয়ংকর অপরাধ থামছে না, বরং এটি যেন এক মানসিক ব্যাধির রূপ নিচ্ছে।

আজ বুধবার (১৯ মার্চ) যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় ৪ বছর ৭ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় একই এলাকার যুবক আরমান (১৮)। তবে ভাগ্যের জোরে শিশুটির বাবা দুপুরে হঠাৎ বাড়িতে ফিরে আসায় অভিযুক্ত আরমান পালানোর চেষ্টা করে। শিশুটির বাবার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আরমানকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কোতোয়ালি মডেল থানায় জড়ো হয়ে কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।

চলতি সপ্তাহেই যশোরের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঝিকরগাছায় দুটি, চৌগাছায় একটি এবং যশোর সদরে তিনটি ঘটনা পুলিশের নজরে এসেছে। অধিকাংশ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী স্পর্শকাতর এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে একের পর এক ধর্ষণচেষ্টা ঘটায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল জানান, ভিকটিম ও অভিযুক্ত উভয়কেই থানায় নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছি।

তবে জনসাধারণের দাবি, ধর্ষণকারীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়