চিকিৎসকদের দ্বিতীয় দফা কর্মবিরতি চমেক হাসপাতালে সেবা বন্ধ

আগের সংবাদ

আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের রামাযান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরের সংবাদ

দেশব্যাপী নারী শিশু নির্যাতনের প্রতিবাদে জয়তী সোসাইটির সমাবেশ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫ , ১০:০১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১২, ২০২৫ , ১০:০১ অপরাহ্ণ

যশোরে জয়তী সোসাইটির উদ্যোগে দেশব্যাপী অব্যাহত নারী, শিশু ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে বুধবার প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জয়তী সোসাইটি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসকল কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

বক্তব্য দেন, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার আসাদুল ইসলাম, আসলাম আলী, মিজানুর রহমান, বিধান রায়, রহিমা খাতুন হিমা, মাহফুজা পারভীন ময়না, নূরজাহান আক্তার, বর্ণালী সরকার, ফিরোজা খাতুন, প্রশাসন সহকারী আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির তরুণ দলের সদস্য মিম সুলতানা, মিতুসহ প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের ঘটনা প্রমাণ করেছে দেশের আইন শৃংখলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। এ অবস্থা চলতে পারে না। দ্রুততম সময়ের মধ্য মাগুরার শিশুটিসহ দেশের সব নারী শিশু নির্যাতনকারী অপরাধীদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা সারাদেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, নারী ও শিশু উন্নয়ন সংগঠন, সচেতন মহলের সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। মানববন্ধন পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়