যশোরে ‘এইচ.ডি.ও’র উদ্যোগে এতিমের মাঝে ঈদ উপহার বিতরণ

আগের সংবাদ

চিকিৎসকদের দ্বিতীয় দফা কর্মবিরতি চমেক হাসপাতালে সেবা বন্ধ

পরের সংবাদ

শাহ আমানত বিমানবন্দরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ আটক এক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫ , ৯:৪১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১২, ২০২৫ , ৯:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আল মামুন নামে ওমরা হজের মোয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ ৬৯ হাজার টাকা মূল্যমানের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই মোয়াল্লেমকে আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর তাকে আটক করা হয়। আটক মোয়াল্লেম শাহিন আল মামুন রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে, বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘জেদ্দা থেকে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি সকাল ৮টা ৩৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন শাহিন আল মামুন নামে ওমরা হজের এক মোয়াল্লেম।’

তিনি বলেন, ‘বিষয়টি টের পেয়ে দ্রুত গিয়ে তাকে তল্লাশি শুরু করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০
টাকা।

‘আটকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে’ বলেন এ জনসংযোগ কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়