যশোরে সেচ্ছাসেবী সংগঠন ‘এইচ.ডি.ও’র উদ্যোগে এতিমের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের কালেক্টরেট কোর্টের সামনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডাক্তার মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান, অর্থ সম্পাদক মো. শরীফ শাহরিয়ার, তহিদুজ্জামান, ইনজামামুল হকসহ প্রমুখ।
এসময় সংগঠনের সভাপতি ডাক্তার সাজ্জাদ হোসেন বলেন, আমরা আজ থেকে ঈদের কার্যক্রম শুরু করলাম। আমাদের এ ঈদ উপলক্ষে আসহায়, এতিম ও দুস্থসহ এলাকার মানুষের জন্য বড় পরিকল্পনা রয়েছে। আমাদের এ কার্যক্রম ঈদ পর্যন্ত চলমান
উল্লেখ্য, ঈদ উপহার হিসাবে ৭জন এতিমকে ঈদের পোশাক বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।