কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু গ্রেপ্তার

আগের সংবাদ

বিএনপি’র সভাপতি তুহিনসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ

পরের সংবাদ

যশোরের সুলতানপুর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫ , ১০:১২ অপরাহ্ণ আপডেট: মার্চ ১০, ২০২৫ , ১০:১২ অপরাহ্ণ

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন সুলতানপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগে সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

ইফতারের আগে এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সময় জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা আহত নিহত ও ক্ষতিগ্রস্ত ও শহীদের পরিবারদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাদের প্রতি দোয়া প্রার্থনার আহ্বান জানান।

ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেন সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আনসারুল হক রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, জেলা আইনজীবীর সদস্য এডভোকেট মামুদ লিটু ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন, ইউপি সদস্য আকতার হোসেন, সাংগঠনিক সবদুল হোসেন, বিএনপির নেতা আব্দুল জলিল প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়