নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে চৌগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

আগের সংবাদ

চৌগাছায় তুচ্ছ ঘটনায় স্বামীর হাতে স্ত্রী খুন

পরের সংবাদ

যশোরে অবৈধ কীটনাশক ও সার কারখানা সিল ও জরিমানা

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ৯, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ

যশোর সদর উপজেলার বাউলিয়ার মামুন ব্রিক্সের পশ্চিম পাশে একটি পুরাতন গোডাউনে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সার ও কীটনাশক জব্দ করেছে। একইসাথে কারখানা মালিক দিদারুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা ও অবৈধ কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দিয়েছে আদালত।

আজ রবিবার ৯ মার্চ দুপুরে গোপন খবরে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

তথ্য মিলেছে, ক্রপকো এগ্রোক্যামিক্যালস বিডি লিমিটেড, এলিফ্যান্ট রোড ঢাকা ও ক্রপেম এগ্রো লিমিটেড নয়াপল্টন ঢাকার ঠিকানার দুটি প্রতিষ্ঠানের মাল নকল করে আসছিলেন নড়াইলের কালিয়ার বাসিন্দা উপরে উল্লেখিত দিদারুল ইসলাম। সদর উপজেলার বাউলিয়া এলাকার মামুন ব্রিকসের একটি পুরাতন গোডাউন ভাড়া নিয়ে অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিভিন্ন প্রকার সার, কীটনাশক প্যাকেজিং ও বাজারজাত করে আসছিলেন তিনি।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির, পুলিশ, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়