রমজানের পবিত্রতা রক্ষার্থে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
রবিবার দুপুরে রমজানের পবিত্রতা রক্ষার্থে, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, অশ্লীল ছবি ও বেহায়াপনা প্রদর্শন বন্ধের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর ইসলাম নুরুল, জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জেলা সেক্রেটারি মো. আলী সরদার, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, অশ্লীলতা ও বেহায়াপনা স্থায়ীভাবে বন্ধ করা। বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রদর্শিত সকল প্রকার ইসলাম বিরোধী ও অশ্লীল অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। সমাজ থেকে সকল বৈষম্য মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক খুন, ধর্ষন ও দুর্নীতি সহ সমাজ, রাষ্ট্র ও মানবতা বিরোধী কার্যকলাপ বন্ধে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা। এছাড়া পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। দেশের স্থায়ী শান্তি ও মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কুরআন নাজিলের এই মাসে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জান-মাল, সময়, শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা। তাই সরকারকে এ বিষয়ে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।