মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ

আগের সংবাদ

শ্রীমঙ্গলে ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করলো প্রশাসন

পরের সংবাদ

মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে যশোরে মশাল মিছিল

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫ , ৯:৫৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ৮, ২০২৫ , ৯:৫৭ অপরাহ্ণ

যশোরে সচেতন নারী সমাজের উদ্যোগে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্টিত হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এই মিছিল শুরু হয়। আন্তর্জাতিক নারী দিবসে সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ ও নারীর প্রতি বর্বরতার প্রতিবাদে এই মশাল মিছিল করা হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় মশাল মিছিলে উপস্থিত নারী ও পুরুষের হাতে ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’ , ‘নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলো এক সাথে’, ‘ধর্ষকের ঠিকানা বাংলাদেশে হবে না’ ,‘ধর্ষকের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ সহ নানা স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়। মশাল মিছিল শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সচেতন নারী সমাজের পক্ষে সুপ্তি বিশ্বাস , জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান।

বক্তারা বলেন, বিগত দিনে একটি সুস্থ , সুন্দর , স্বাভাবিক বাংলাদেশ দেখার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। আন্দোলনে বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম সারাদেশে অস্থিরতা বিরাজ করছে। আমাদের মায়েরা, বোনেরা রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারছে না। প্রতি নিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক গৃহবধু কেউ রেহায় পাচ্ছে না ধর্ষকের ভয়াল থাবা থেকে। এমন বাংলাদেশের দেখার জন্য তো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি।

বক্তারা আরও বলেন, আমাদের দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারী সমাজকে নিরাপত্তা দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মারুফ হাসান সুকর্ণ, আল মামুন লিখন, খন্দকার রুবাইয়াত, আশা লতা, তোয়েব হাসান, সামিউল আলম, সোহানুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়